ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এ সমঝোতা স্বাক্ষর সই হয় শনিবার (২০ মার্চ) দুপুর ১২টার পর।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানিয়েছেন, দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক সই হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে’র উস্থিতিতে। এর মধ্যে একটি নতুন চুক্তি এবং বাকি পাঁচটি চুক্তি নবায়ন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই সরকার প্রধান এর আগে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান শেখ হাসিনা এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রথমে তারা একান্তে বৈঠক করেন। এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।