ঘর ও ২ শতাংশ করে খাস জমি পেলো ৬৬ হাজার ১৮৯ পরিবার মুজিববর্ষের উপহার হিসেবে। ঠিকানাবিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৩ জানুয়ারি) সকালে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোনো মানুষ গৃহহীন থাকবে না দেশে। আর মুজিববর্ষে এটাই সবচেয়ে বড় অনুষ্ঠান। আরও দ্রুত শুরু করা হবে ১ লাখ ঘর তৈরির কাজ। মুজিববর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না।
শেখ হাসিনা বলেন, ঘর তৈরি করায় যারা এর সঙ্গে কাজ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এতো অল্প সময়ে ভূমিহীন ও ঘরহীনদের জন্য। করোনাকালেও ঘর তৈরি করতে গিয়ে সরকারি কর্মচারীরা যে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন তা অতুলনীয়। এর সঙ্গে স্থানীয় সংসদ সদস্যরা সহযোগিতা করেছেন। সবার সম্মিলিত প্রয়াসে এতো বড় দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে।
অন্যান্য অবহেলিত মানুষের কথা বলতে গিয়ে তিনি বলেন, হিজড়াদের স্বীকৃতি দিয়েছি আমরা, দলিত শ্রেণিদের উচ্চমানের ফ্ল্যাট তৈরি করে দিয়েছে। চা শ্রমিক, বেদে পল্লীদের জন্যও আমরা কাজ করেছি। চলাচলের জন্য খানিকটা খোলা জায়গা প্রতিটি বাড়ির সামনে রয়েছে। রয়েছে বাগান করার ব্যবস্থা। সেমি পাকা এসব বাড়ির প্রতিটিতে আছে একটি বারান্দা, দুটি শোবার ঘর, একটি করে গোসলখানা, টয়লেট ও রান্নাঘর।