অবশেষে রাজধানীর পল্লবীর বেনারসী কারিগর আরমান বিহারী উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন বিনা অপরাধে পাঁচ বছর জেল খেটে। কাশিমপুর-২ কারাগার থেকে মুক্তির পর স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল। জানা গেছে, পল্লবী থানার এক মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দিনের পিতার নামের সঙ্গে মিল থাকায় আরমানকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ ২০১৬ সালে। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।
জেল সুপার আব্দুল জলিল জানান, আরমান মুক্তি পেয়েছেন সকালে। আইনজীবী হুমায়ূন কবির পল্লবের এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আরমানকে মুক্তি দেন। ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশ মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেন এসময় আদালত তাকে।
এদিকে, বিনা অপরাধে জেলা খাটার বিষয়ে দোষী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আরমানের বৃদ্ধা মা বানু। সুপ্রিম কোর্টের আইনজীবী পল্লব জানান, মুক্ত হয়েছেন আরমান জেল থেকে। গণমাধ্যমের ভূমিকা উল্লেখযোগ্য এক্ষেত্রে।