৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত চিত্রনায়িকা পরীমানির। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ শুনানি শেষে তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় র্যাবের দায়ের করা মামলায় পরীমনির ৭ দিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ এর আগে। রাজধানীর বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র্যাব ধবার (৪ আগস্ট) বিকেলে। ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয় এ সময়।