এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করা ও ফেসবুকে অপপ্রচার চালানোর অপরাধে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে।
চরকিং হাতিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন শনিবার (২৪ অক্টোবর) দুপুরে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ইলিয়াছ হোসেন (২৭) চরকিং গ্রামের জাকের হোসেনের ছেলে ও আলতাফ হোসেন (২৬) হাতিয়া পৌরসভার উত্তর বেজুগুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। আদালত ইলিয়াছকে এক বছর ও আলতাফকে ছয় মাসের বিনাশ্রাম কারাদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন, দুই যুবককে সাজা দেওয়া হয়েছে ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা ও ফেসবুকে আপত্তিকর অপপ্রচার চালানোয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইলিয়াছ ও আলতাফকে আটক করা হয়। আটকের পর নিজেদের অপরাধ স্বীকার করেন তারা। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, জেলা কারাগারে পাঠানো হবে কারাদণ্ডপ্রাপ্তদের আগামীকাল রোববার।