আরও ২৮ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এ নিয়ে মোট ১২ হাজার ৩৭৬ জন বাংলাদেশি করোনায় প্রাণ হারালেন।
১ হাজার ৩৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। করোনায় আক্রান্ত হলেন ৭ লাখ ৮৯ হাজার ৮০ জন এ পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে রোববার (২৩ মে)।
৮৯৯ করোনা রোগী সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়। করোনামুক্ত হয়েছেন মোট ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন এ পর্যন্ত।
যে ২৮ জন করোনায় মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২০ জন এবং নারী ৮ জন ২২ মে সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত। মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ১৪ জন।