শুক্রবার রাতে এভারটনের মুখোমুখি হয় আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে। এমিরেটস স্টেডিয়ামে গোলরক্ষক বেয়ার্নড লিনোর আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হার মেনেছে গার্নার্সরা ঘরের মাঠ। ঘরের মাঠে এভারটনের কাছে তাদের প্রথম হার যা ১৯৯৬ সালের পর। ঘরের মাঠে এটা ছিল সপ্তম হার আর চলতি মৌসুমে। সবশেষ ১৯৯২-৯৩ মৌসুমে ঘরের মাঠে এতোগুলো ম্যাচ হেরেছিল আর্সেনাল।
এভারটনের উয়েফা ইউরোপা লিগে খেলার আশা বেঁচে রইলো এই জয়ে। তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে ৩২ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট সংগ্রহ করে। ৩৩ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে নবম স্থানে অন্যদিকে। এভারটন সপ্তম স্থানে থাকা চ্যাম্পিয়ন লিভারপুলের চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে রয়েছে। ৫৯ শতাংশ বলের দখল ছিল আর্সেনালের কাছে অবশ্য ঘরের মাঠে। তারা গোলপোস্টের দিকে শট নিয়েছিল ১৪টি। ৩টি ছিল একেবারে গোলমুখে তার মধ্যে। অন্যদিকে এভারটন শট নিয়েছিল ৮টি। একটি ছিল গোলমুখে এবং সেই একটি শট থেকেই ৭৬ মিনিটে জয়সূচক গোলটি হয় তার মধ্যে।
এভারটনের রিকার্লিসন ডানদিক দিয়ে আক্রমণে ডান এ সময়। ডি বক্সের মধ্যে ঢুকে দূরের পোস্টে আড়াআড়ি শট নেন। সেটি কাছের পোস্টের সামনে থাকা গোলরক্ষক লিনোর সহজেই ধরে ফেলার কথা। অনায়াস ঢঙে ধরার চেষ্টাও করিছিলেন। কিন্তু বল তার হাত ফসকে যায়। বাম পায়ের গোড়ালিতে লেগে ফাঁক গলে জালে প্রবেশ করে এরপর। ম্যাচের ভাগ্য বদলে দেয় এই গোলটিই শেষ পর্যন্ত। ২৫ বছর পর জয়োল্লাসের উপলক্ষ্য এনে দেয় এভারটনকে আর্সেনালের মাঠে।