দেশে মৃত্যুর সংখ্যা কমেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে আট জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে ৭ হাজার ৯৫০ জনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ৬৫৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জনের।
স্বাস্থ্যঅধিদপ্তরথেকেপাঠানোএকসংবাদবিজ্ঞপ্তিতেএতথ্যজানানোহয়। এতেজানানোহয়, সুস্থহয়েছেন৬১৭জন গত২৪ঘণ্টায়।এপর্যন্তসুস্থহয়েছেন৪লাখ৭৪হাজার৪৭২জন।মারাযাওয়া৮জনইপুরুষ।হাসপাতালেমারাগেছেন সবাই।
মারাযাওয়া৮জনেরমধ্যেঢাকায়৭জনওচট্টগ্রামে১জনরয়েছেন। বয়সভিত্তিকবিশ্লেষণেদেখাযায়, ১জন ৩১থেকে৪০বছরের, ১জন ৪১থেকে৫০বয়সেরমধ্যে, ১জন ৫১থেকে৬০বছরেরমধ্যে, ৫জন ৬০বছরেরওপরেরয়েছেন।