আরও সাড়ে ১৪ লাখ দরিদ্র মানুষ সরকারি ভাতা পাবেন। এত দিন ৮৮ লাখ গরিব-অসহায় মানুষ এ ভাতা পাচ্ছিলেন। ভাতাভোগীর সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যাবে আগামী অর্থবছরে।
জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৩ জুন)।
সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার পরিমাণ বাড়েনি। তবে, ব্যাপকভাবে বাড়ানো হয়েছে সুবিধাভোগীর সংখ্যা। ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে শুধু মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা।