১৬৮ যাত্রী নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি বিশেষ ফ্লাইট দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে। ১০৭ জন ভারতীয় নাগরিক ১৬৮ যাত্রীর মধ্যে।
এনডিটিভির খবরে বলা হয়, অন্য তিনটি ফ্লাইট এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং ভিস্তারা কাবুল, তাজিকিস্তানের রাজধানী দুশানবে এবং কাতারের দোহা থেকে ভারতীয়দের নিয়ে আজ সকালে দিল্লিতে অবতরণ করেছে রোববার (২২ আগস্ট)। এ খবর জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে ছবি দিয়ে।
খবরে বলা হয়, তাদেরকে উদ্ধারে দিনে দুটি করে ফ্লাইট চালুর অনুমোদন দিয়েছে ভারত আফিগানিস্তানে যেসব ভারতীয় আটকা পড়েছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কমপক্ষে ১ হাজার ভারতীয় রয়েছে বলে তাদের ধারণা আফগাস্তিনের বিভিন্ন শহরে।