অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে ইরানের রাজধানী উত্তরের একটি পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাতে। এ ঘটনায় বেশ কয়েক জন এখনও নিখোঁজ রয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম।
ইরানের বেশ কয়েকটি অঞ্চলে ভারী তুষারপাত ও তীব্র বাতাসের কারণে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে এবং যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে গত কয়েক দিন ধরে। বেশ কয়েক জন পর্বতারোহীর খোঁজ পাওয়া যাচ্ছে না শুক্রবার থেকে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ৯ জনের মৃত্যু হয়েছে পাহাড়ে এবং উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক জন।
ইরানের রেড ক্রিসেন্টের জরুরি কার্যক্রম বিভাগের প্রধান মেহদি ভালিপর জানিয়েছেন, তিনটি জনপ্রিয় ট্রেইলে থাকা অন্তত সাত পর্বতারোহীর খোঁজ পাওয়া যাচ্ছে না এদিকে জানিয়েছে আধাসরকারি বার্তা সংস্থা ইসনা, উপসাগরীয় জলসীমায় থাকা একটি নৌযানের সাত ক্রুয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদের নৌযানটি ডুবে গিয়েছিল শুক্রবার।