সম্ভবত চলতি বছর করোনার টিকা পাচ্ছেন না দরিদ্র দেশগুলোর জনগণ। কারণ ১০০ কোটি ডোজ টিকা বেশি কিনে রেখেছে বিশ্বের ধনী দেশগুলো তাদের নাগরিকদের প্রয়োজনের চেয়েও। এ তথ্য জানানো হয়েছে দারিদ্র বিরোধী প্রচার সংগঠন ওয়ান প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, অতিরিক্ত টিকা জাতীয়তাবাদের মূর্ত প্রতীক এই বিপুল পরিমাণ, যেখানে অন্যান্য দেশগুলোর ব্যয় এবং বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের চেয়ে ধনী দেশগুলো তাদের টিকার প্রয়োজনকে অগ্রাধিকার দেয়। সংগঠনটির নীতি নির্ধারণী টিম বলেছে, করোনা থেকে সুরক্ষা ও জীবন রক্ষা করতে চায় তাহলে টিকার বিতরণ ব্যবস্থায় ‘ব্যাপক সংশোধনী’ আনতে হবে বিশ্ব যদি।
বুধবার এর এক দিন আগে করোনার টিকা বিতরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেছেন, সব টিকার ৭৫ শতাংশ নিয়ে যাচ্ছে মাত্র ১০টি দেশের উৎপাদিত। এটি ‘বন্যভাবে অসম এবং অন্যায্য।’ বিশ্বের ১৩০টি দেশ এখনও পর্যন্ত একটি ডোজও টিকা পায়নি।