হেলে পড়া ৫ তলা ভবন ভাঙার কাজ শুরু হয়েছে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায়। ভবন মালিকের নিয়োগকৃত ঠিকাদাররা ভবন ভাঙার কাজ শুরু করেন রোববার (১১ এপ্রিল) বেলা ৩টা থেকে। এ তথ্য নিশ্চিত করেছেন ভবন মালিক কার্তিক ঘোষের ছেলে রাজিব ঘোষ।
রাজিব ঘোষ জানান, সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের নির্দেশনা মেনে হেলে পড়া ভবনটি অপসারণ করার কাজ শুরু হয়েছে। ক্রমান্বয়ে নিচের দিকে ভাঙা হবে৫ তলা ভবনটি ওপর থেকে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ভবন ভাঙার কাজ শুরু হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে। এতে দিক নির্দেশনা দিচ্ছে ফায়ার সার্ভিস বিভাগ। ভবনটি ওপর থেকে ভাঙতে ভাঙতে নিচের দিকে আসবে। হেলে ঝুঁকে রয়েছে এই ভবনটি সামনের দিকে। ফলে ভবনের সামনের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি দল ঝুঁকিপূর্ণ ভবনটি পরিদর্শন করে ভেঙে ফেলার প্রয়োজনীয় নির্দেশনা দেনএর আগে। উল্লেখ্য, জনৈক কার্তিক ঘোষ ১৯৯৫ সালে এক দশমিক ৭ শতাংশ ভূমির উপর ৫ তলা ভবনটি নির্মাণ করেন। ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছিলো বলে দাবি মালিকের ছেলে রাজিব ঘোষের।