ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্যবিলুপ্ত কমিটির সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী (৬৪) ও যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা মনজুরুল হককে (৫২) ।
তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ রোববার (২ মে) বিকেলে। জানান তিনি, নগরীর চড়পাড়া মোড় এলাকায় পুলিশের ওপর হামলা, পুলিশ বক্স ভাঙচুর ও বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞসাবাদে তাদের নাম উঠে আসে গত ২৮ মার্চ। পরে তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
ওসি শাহ কামাল আকন্দ জানান, আজ দুপুরে সদর উপজেলার মাইজবাড়ী গ্রামের শাওতুল হেরা মাদ্রাসা থেকে এবং হাফেজ মাওলানা মনজুরুল হককে নগরীর ছোট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীকে।