দুই বন্দুকধারী হামলা চালিয়েছে রাশিয়ার মস্কোর কাজান শহরে একটি স্কুলে। ১১ জন নিহত হয়েছে এতে। আহত হয়েছে ৪ জন। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম এ তথ্য জানায় মঙ্গলবার (১১ মে)।
বলা হয়, দুই বন্দুকধারীর মধ্যে ১৭ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে হামলাকারী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্কুল থেকে সরিয়ে নেওয়া হলেও অনেকে এখনও ভবনে রয়েছেন কিছু শিক্ষার্থীকে।
একজন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা তাসকে জানান, একটি বিস্ফোরণের শব্দ শোনেন তিনি হামলা চালানোর আগে। এক সংবাদদাতা বলেছেন ডায়ানা ম্যাগনে নামে মস্কোর, নিহতদের বেশিরভাগই শিশু বলে ধারণা করা হচ্ছে এবং একজন শিক্ষকও মারা গেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজধানী কাজানের সব শিক্ষা প্রতিষ্ঠানে। পুলিশ তদন্ত শুরু করেছে এ ঘটনায়। বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে কম রাশিয়ায় স্কুলগুলোতে। তবে সম্প্রতি স্কুলগুলোতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।