কুষ্টিয়ার হাফিজুল ইসলাম পেঁপে চাষ করে এলাকায় চমক লাগিয়ে দিয়েছেন। বেশ সাফল্য পেয়েছেন তিনি শাহি জাতের পেঁপে চাষ করে। মিরপুর উপজেলায় হাফিজুল ইসলামের বাড়ি। তিনি পেঁপে চাষ করেন ৪২ শতক জমিতে। বাগানে পেঁপে গাছ রয়েছে ৪৫০টি। প্রচুর পেঁপে ধরেছে প্রতিটি গাছেই।
হাফিজুল ইসলাম বলেন, ‘আমি শাহি জাতের পেঁপের চাষ করেছি মাত্র ৪২ শতক জমিতে। পেঁপে ধরেছে চারা লাগানোর ৪৫ দিনের মধ্যে। এ পর্যন্ত পেঁপে বিক্রি করেছি ৯১ হাজার টাকার। আরও ৬০ হাজার টাকা বিক্রি করতে পারবো বলে আশা করছি এখনও গাছে যে পরিমাণ পেঁপে আছে তাতে।’
২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে পেঁপে চাষে জানিয়ে তিনি বলেন, ‘খুবই লাভজনক পেঁপে চাষ। আমি সুকেশ রঞ্জন পালের চিথলিয়া ব্লকের উপসহকারী কৃষি অফিসার পরামর্শে পেঁপে চাষ করি।আমি বেশ সাফল্য পেয়েছি এতে।’ উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘প্রশিক্ষণ গ্রহণ করেন হাফিজুল ইসলাম পেঁপে চাষের ওপর।তিনি কারিগরি সহযোগিতা পেয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। বেশ আলোড়ন সৃষ্টি করেছেন হাফিজুল ইসলাম শাহি জাতের পেঁপে চাষ করে। তার এই সফলতায় এখন পেঁপে চাষে আগ্রহ প্রকাশ করেছেন অনেক শিক্ষিত বেকার।’