মো: শাহজাহান (৪৭) নামের এক বন্দি হাজতির মৃত্যু হয়েছে গাজীপুর জেলা কারাগারে। হাজতি মো. শাহজাহানকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে।
নিহত হাজতি হবিগঞ্জে জেলার পুড়াইখলা গ্রামের মৃত হিরন আলীর সন্তান। হবিগঞ্জের মাধবপুর থানায় ২টি ডাকাতির ও জয়দেপুর থানায় ১টি চুরির মামলা রয়েছে তার নামে।
গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার ফেরদৌস জানান, মঙ্গলবার ভোর রাতে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে।