ভর্তি পরীক্ষা হচ্ছে না এপ্রিলের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষা বর্ষের। এর আগে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিয়ে ধীরে ধীরে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হবে। মুঠোফোনে এই তথ্য জানান ঢাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুক্রবার (৫ ফেব্রুয়ারি)।
ভিসি বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হলে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে আগামী মার্চ মাসে। ফলে একটি সুবিধাজনক সময়ে যখন আমাদের করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন ভর্তি পরীক্ষার তারিখ জানাবো।
ঢাবি উপাচার্য বলেন, অন্তত মার্চের পরই পরীক্ষার হিসাব করতে হবে নির্দিষ্ট করে বলা না গেলেও। একজন সাধারণ মানুষ হিসেবে সেটি যোগ-বিয়োগ করতে হবে। ক্যালেন্ডার দেখে ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে হবে বলেও তিনি উল্লেখ করেন করোনা পরিস্থিতি বিবেচনা করে।