দুটো শরীর নারী-পুরুষের। ভালোবাসার আলিঙ্গনে একে অপরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এ পাগলামি নাকি কি প্রেম? নারী কণ্ঠে উত্তর প্রশ্নটা ছুটে আসতেই, সব পাগলামির পেছনেই কারণ থাকে। পাগলামি সব প্রেমেই থাকে। না হলে তো পর্নোগ্রাফি হয়ে যাবে। তার কথায়, “প্রেমে কারণ না থাকলে, এই আদর, কাছে আসা, কাছে থাকাকে তো বুদ্ধিমান লোকে শুধু ‘বেড সিন’ বলবে।” কথাগুলো শোনা গেল ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’-এর টিজারে। সংলাপগুলো ছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মুখে। এ টিজার সম্প্রতি প্রকাশ হয়েছে। একে অপরের শরীরে মিশে যাচ্ছেন ৪৫ সেকেন্ডের টিজারজুড়ে স্বস্তিকা এবং সৌরভ দাস। তাই প্রেমের সংজ্ঞা দিলেন ভালোবাসায় মিশতে মিশতে স্বস্তিকা।
দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’- এর মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাসকে। এই প্রথম স্বস্তিকাকে দেখা যাবে এর আগে এই সিরিজে সৌরভ অভিনয় করলেও। একাধিক ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এর আগের দুটি সিজন চর্চার বিষয় হয়ে উঠতে সময় লাগেনি খুব বেশি। এবার আরও কয়েকগুণ স্বস্তিকার উপস্থিতি প্রত্যাশা বাড়িয়েছে।
এই বহুল চর্চিত সিরিজে দেখতে আগ্রহী দর্শক বরাবর সাহসী দৃশ্যে সাবলীল স্বস্তিকাকে হইচইয়ের।এ পাগলামি নাকি কি প্রেম? নারী কণ্ঠে উত্তর প্রশ্নটা ছুটে আসতেই, সব পাগলামির পেছনেই কারণ থাকে। পাগলামি সব প্রেমেই থাকে। না হলে তো পর্নোগ্রাফি হয়ে যাবে। তার কথায়, “প্রেমে কারণ না থাকলে, এই আদর, কাছে আসা, কাছে থাকাকে তো বুদ্ধিমান লোকে শুধু ‘বেড সিন’ বলবে।” কথাগুলো শোনা গেল ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’-এর টিজারে। সংলাপগুলো ছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মুখে।
এ টিজার সম্প্রতি প্রকাশ হয়েছে। একে অপরের শরীরে মিশে যাচ্ছেন ৪৫ সেকেন্ডের টিজারজুড়ে স্বস্তিকা এবং সৌরভ দাস। তাই প্রেমের সংজ্ঞা দিলেন ভালোবাসায় মিশতে মিশতে স্বস্তিকা। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’- এর মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাসকে। এই প্রথম স্বস্তিকাকে দেখা যাবে এর আগে এই সিরিজে সৌরভ অভিনয় করলেও। একাধিক ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এর আগের দুটি সিজন চর্চার বিষয় হয়ে উঠতে সময় লাগেনি খুব বেশি। আরও কয়েকগুণ স্বস্তিকার উপস্থিতি প্রত্যাশা বাড়িয়েছে। এই বহুল চর্চিত সিরিজে দেখতে আগ্রহী দর্শক বরাবর সাহসী দৃশ্যে সাবলীল স্বস্তিকাকে হইচইয়ের।