স্বস্তিকা মুখার্জি টলিউড অভিনেত্রী। সমালোচনার মুখে পড়েছেন কখনো সাহসী চরিত্রে অভিনয় করে, আবার কখনো ব্যক্তিগত কারণে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। এবার স্বস্তিকা নিজেই নিজেকে ‘অশিক্ষিত’ বললেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন স্বস্তিকা। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় তার দারুণ দখল, যা বহুবার প্রমাণ করেছেন তিনি। কিন্তু হঠাৎ এমন কী হলো যে, স্বস্তিকা নিজেকে ‘অশিক্ষিত’ বলছেন।
মূল ঘটনা হলো—রেডিও জকি, কমেডিয়ান মীর আফসার আলী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘টুম্পা’ খ্যাত অভিনেতা সায়ন ঘোষের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। স্বস্তিকা তাতে মন্তব্য করেন, সায়ন ঘোষের বড় ভক্ত আমি। ‘টুম্পা’ গানটি আমার জীবনের মন্ত্র।’ মন্ত্রের বানান ইংরেজি হরফে ‘Mantra’ লিখেন। কিন্তু এক নেটিজেন প্রশ্ন করেন, ‘মন্ত্র’-এর বদলে তিনি কেন ‘মান্ত্রা’ লিখলেন? তবে কি তিনিও ‘অবাঙালি’ হওয়ার চেষ্টা করছেন? তার মতে, হিন্দি অধ্যুষিত এলাকার প্রভাব স্বস্তিকার মধ্যে পড়েছে।
তারপর শুরু সমালোচনা বিষয়টি নিয়ে। যা গড়ায় শিক্ষা-অশিক্ষার দিকে। স্বস্তিকা পরে এক মন্তব্যে লিখেন আরে দাদা আমি তো নিজেই বলছি, আমি অশিক্ষিত। কী বিপদ! তাতেও আপনার শান্তি হচ্ছে না। খেলব না এ রকম করলে। এ অভিনেত্রী আরেকটি মন্তব্যে লিখেন—আমি ক্লাস টেন পাশ করিনি। বাংলা, হিন্দি, ইংরেজি-কোনোটাই ঠিক করে জানি না। একটু মানিয়ে নিন। আর কী করব!