স্পেন ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে। মধ্যস্পেনে আঘাত হেনেছিল স্টর্ম ফিলোমেনা নামের ঝড়টি শনিবার। বিগত কয়েক দশকের মধ্যে ছিল এটি সবচেয়ে ভয়াবহ ঝড়। এ পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঝড়ে। রাজধানী মাদ্রিদে গাড়িতে আটকে পড়া দেড় হাজার মানুষকে উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা। বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ দুর্ঘটনা থেকে রক্ষা পেতে কিংবা করোনার বিস্তাররোধে নাগরিকদের।
আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে আগামী কয়েক দিন। এই পরিস্থিতিতে তুষার বরফে রূপান্তরিত হতে পারে ও ক্ষতিগ্রস্ত গাছ পড়ে যেতে পারে।
মাদ্রিদের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় সময় রোববার বিকেলের আগে এটি খুলবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। যোগাযোগমন্ত্রী হোসে লুইস আবালস রোববার জানিয়েছেন, মধ্যস্পেনের প্রায় ২০ হাজার কিলোমিটার সড়ক ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব এলাকায় আটকে পড়া মানুষদের জন্য সরকার খাদ্য ও করোনার টিকা পাঠাবে।