সেলিনা খাতুন নামের এক নারীকে হত্যা করেছেন তার স্বামী রবিউল হোসেন রাজধানীর কালশীতে সিরামিক কারখানায়। তার ছেলে হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
পল্লবী থানার ডিউটি অফিসার নাঈমা খাতুন সোমবার (১১ জানুয়ারি) বিকেলে জানান, সেলিনা হত্যার ঘটনায় তার ছেলে বাদী হয়ে মামলা করেছেন। রবিউল ইসলামকে আদালতে পাঠানো হবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় কথা কাটাকাটি হয় সেলিনা খাতুন ও রবিউল হোসেনের মধ্যে। এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রবিউলের বড় ছেলে তাকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ গ্রেপ্তার করে রবিউল হোসেনকে।