স্বামীকে ঘরের ভেতর আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গাজীপুরের কালিয়াকৈরে উত্তর গজারিয়া এলাকায়। ধর্ষণের শিকার নারী নিজেই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এ ঘটনায়। পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার দুজন হলো- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গজারিয়া এলাকায় সিরাজের ছেলে ফারুক (৩৩ ) ও নারায়ণ চন্দ্র সরকারের ছেলে অর্পূব কুমার দিপু (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।
তিনি বলেন, অভিযুক্ত দুজনকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে ধর্ষণের ঘটনায়। গ্রেপ্তারের চেষ্টা চলছে বাকিদের। মামলা সত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে জীবিকার উদ্দেশ্যে গাজীপুরের কালিয়াকৈর আসেন ওই নারী কয়েক বছর আগে। উপজেলার উত্তর গজারিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পেশায় একজন রাজমিস্ত্রি তার স্বামী।
কয়েকজন এলাকাবাসী মিলে বাসায় গিয়ে তার স্বামীকে একটি কক্ষে আটকে রেখে মারধর করতে থাকে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে সেসময়। এক পর্যায়ে তারা ওই নারীকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করে। ওই নারীর চিৎকারে আশেপাশের লোক ছুটে এলে ধর্ষককারীরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে অভিযোগের ভিত্তিতে।