সোয়া ৬ কোটি বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো। ১৪ লাখ ৫৮ হাজার মৃতের সংখ্যা ছাড়িয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ২৬ লাখ ৭০ হাজার ১৫৩ জনে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী।১৪ লাখ ৫৮ হাজার ৩৬০ জনের এর মধ্যে মৃত্যু হয়েছে। ৪ কোটি ৭০ হাজার ৫৩৪ জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রে বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।১ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ১১৩ জন সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে। ২ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনের মৃত্যু হয়েছে।