ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে। তারা ৪-২ গোলে হারিয়েছে ডেনমার্ককে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার রাতে। আক্রমণভাগের খেলোয়াড় রোমেলু লুকাকু এমন জয়ে জোড়া গোল করেছেন। ইউরি তিয়েলেমান্স ও কেভিন ডি ব্রুইনও গোল করেছেন। সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম এই জয়ে ৬ ম্যাচ থেকে ৫ জয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করে ‘এ-৩’ গ্রুপ থেকে।
৩ মিনিটেই এগিয়ে যায় ঘরের মাঠে বেলজিয়াম ম্যাচের। গোল করে এগিয়ে নেন দলকে এ সময় তিয়েলেমান্স। তবে তারা এগিয়ে থাকতে পারেনি বেশিক্ষণ। সমতা ফেরায় ডেনমার্ক ১৭ মিনিটের মাথায়। জোনাস উইন্ড গোল করেন। প্রথমার্ধের খেলা এই সমতা নিয়েই শেষ হয়।
লুকাকু তার প্রথম গোলটি করেন বিরতির পর ৫৭ মিনিটে। আরো একটি ৬৯ মিনিটে করেন। তাতে এগিয়ে যায় বেলজিয়াম ৩-১ ব্যবধানে। অবশ্য বেলজিয়ামের নাসের চাদলি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান কমান ৮৬ মিনিটে। তবে ডেনমার্কের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ডি ব্রুইন ৮৭ মিনিটে। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম ৪-২ ব্যবধানের।