অরক্ষিতভাবে রাখা সেপটিক ট্যাংকে পড়ে মাসুম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে সাভারের আশুলিয়ায় একটি এলাকায়। আশুলিয়ার বেরন এলাকায় হারুনুর রশীদের বাড়ির সেফটি ট্যাংকে এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাইসার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শুক্রবার (৪ জুন) সকালে।
মাসুম শরীয়তপুর জেলা থানার চর কোয়ারপর মোল্লাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে। বাবা মার সঙ্গে থাকতো সে বেরন এলাকায়। স্থানীয়দের বরাত দিয়ে এসআই কাইসার হামিদ জানান, হারুনের বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল বৃষ্টির পানি ও ময়লা জমে যাওয়ায়। সেফটি ট্যাংকের মুখ খোলা থাকায় সন্ধ্যায় শিশুটি সেখানে পড়ে যায়। পরে স্থানীরা উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাড়ির ম্যানেজার বিল্টু বলেন, ট্যাংকটি উন্মুক্ত রাখা হয় সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য। সেফটি ট্যাংকের মুখ ঢাকার ব্যবস্থা করেছিলাম, তখন শিশুটি অসাবধানতাবসত সেখানে পড়ে গেলে বাসার আশেপাশের লোকজন শিশুটিকে নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি সমাধান করার চেষ্টা করছি আমরা পারিবারিকভাবে। এসআই কাইসার হামিদ বলেন, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে খবর পেয়ে নারী ও শিশু হাসপাতাল থেকে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে পরিবারের অভিযোগের ভিত্তিতে।