তিনদিন ধরে ওই অংশ দিয়ে যানচলাচল বন্ধ আছে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর একটি লেনের গার্ডারে ফাটল দেখা দেওয়ার পর। গত দুইদিনে সেতুর এক লেন দিয়ে পারাপার হচ্ছেন ঢাকামুখী যানবাহনগুলোও। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছিলেন এই সড়কে চলাচলরতরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর পায়ে হেঁটেই পারি দিয়েছেন কয়েক কিলোমিটার পথ।
তবে মহাসড়কের আমিনবাজার সালেহপুর সেতু এলাকায় যানজট ছিলো না বললেই চলে শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল থেকে। বিষয়টি জানিয়েছেন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সবুর খান।
আব্দুস সবুর খান জানান, সেতুর একটি লেন ব্যবহার করা হচ্ছে রাজধানীতে ঢাকাতে প্রবেশ ও বের হওয়ার জন্য। কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে এর ফলে সড়কে যান চলাচলে। তবে কোনো যানজটের সৃষ্টি হয়নি। আজকে একটু গাড়ির প্রেসারটা কম সাপ্তাহিক ছুটির দিন হওয়ায়। তাই কোনো যানজটও নেই।