পরিচালক অতনু বসু মহানায়ক উত্তম কুমারকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন। তা এখনো চূড়ান্ত হয়নি উত্তম কুমারের চরিত্রে কে অভিনয় করবেন। তবে সুচিত্রার চরিত্রে দেখা যাবে ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তবে এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি পরিচালক।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে অতনু বসু বলেন—একটু অপেক্ষা করুন, অনেক সারপ্রাইজ পাবেন। ধারণা করা হচ্ছে, গৌরী দেবীর চরিত্রে থাকছেন শ্রাবন্তী চ্যাটার্জি এই চলচ্চিত্রে। বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবে এটি তার জন্য মাইলস্টোন হতে যাচ্ছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়ের। প্রায় ৭০ জন শিল্পী এতে অভিনয় করবেন। তবে টলিউড থেকে কে থাকবেন না সেটাই এখন প্রশ্ন।
যতদূর জানা যায়, অন্যতম বড় বাজেট ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন চলচ্চিত্র হতে চলেছে এটি চলতি বছরের। এটি প্রযোজনা করবে মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান। অতনু বসু ‘ব্ল্যাক কফি’, ‘আত্মজা’, ‘বিপ্লব আজ ও কাল’-এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। মুম্বাইয়ের বাসিন্দা তিনি গত দু’বছর ধরে। সম্প্রতি কলকাতায় ফিরেছেন। এটি হবে তার ২৭ নম্বর সিনেমা তিন দশকের নির্মাণ ক্যারিয়ারে।