সংক্রমণ ও মৃত্যু হার বাড়ছে বিশ্বে মহামারি করোনায়। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাড়ে ৩৪ লাখের বেশি মানুষ মারা গেছেন। সাড়ে ১৬ কোটিরও বেশি আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৭৬২ জন শনিবার (২২ মে) সকাল পর্যন্ত। এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৫৩৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬ লাখ ৫৫ হাজার ৯৩০ জনের।
৩৪ লাখ ৫৭ হাজার ৬০১ জন বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ১২ হাজার ৭০৫ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এর আগের দিন করোনায় মারা যান ১৩ হাজার ১২০ জন। ১৪ কোটি ৭২ লাখ ২০ হাজার ৪২১ জন সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।
যুক্তরাষ্ট্র করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। ৩ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩ হাজার ৪০৮ জন মারা গেছেন দেশটিতে এখন পর্যন্ত। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ৪ লাখ ৪৬ হাজার ৫২৭ জন মারা গেছন।
ভারত করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। মোট ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন দেশটিতে এখন পর্যন্ত। আর মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫০৮ জন।