রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ এবং এমডি মাসুদ পারভেজের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত জাল টাকা উদ্ধারের মামলায়। মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এর মধ্য দিয়ে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন বুধবার (২৪ ফেব্রুয়ারি)। একইসঙ্গে আগামী ১৫ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান। উল্লেখ্য, সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব গত বছর ১৫ জুলাই ভোর ৫টা ১০ মিনিটে। র্যাব কর্মকতারা জানান সাহেদ লবঙ্গবতী নদী তীরের ইছামতি খাল দিয়ে ভারতে পালাতে চেয়েছিল। এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় রাতেই সাতক্ষীরার দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। তিন জনকে আসামি করা হয়েছে মামলায় সাহেদসহ।
গ্রেপ্তারের পর সাহেদকে ঢাকায় এনে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসায় তাকে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সাহেদের সহযোগী মাসুদকে সঙ্গে রাখা হয়। এক লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধারের কথা জানায় র্যাব সেখানে রিজেন্ট গ্রুপের এক কার্যালয় থেকে। উত্তরা পশ্চিম থানায় র্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন এ ঘটনায় ১৬ জুলাই। মামলায় সাহেদ, মাসুদ পারভেজ এবং আরও অজ্ঞাতনামাদের আসামি করা হয়।