স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হচ্ছে কাউকে বাদ দিয়ে দেশ গড়ার চিন্তা সরকারের নেই বলে । নবনির্মিত থানচি থানা ভবনের ফলক উম্মোচন শেষে সাংবাদিক এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হচ্ছে, সমস্যাগুলো দূরীকরণ হচ্ছে, দেশ গড়ার চিন্তা সরকারের নেই কাউকে বাদ দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সীমান্ত রক্ষা এবং সীমান্ত আরও নিরাপত্তা জোরদার করার জন্য দুর্গম থানচি থেকে লিক্রী পর্যন্ত সীমান্ত সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে। এই সীমান্ত সড়কের কাজ শেষ হলে বান্দরবানের নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো হবে এবং আরও এগিয়ে যাবে তিন পার্বত্য জেলা পর্যটন শিল্পে।
এসময় নবনির্মিত থানচি থানার নতুন ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ফিতা কেটে। পরে থানা ভবনের সামনে বৃক্ষরোপণ এবং স্থানীয়দের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন এক মতবিনিময়।
এসময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতারসহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।