বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী নিজে টিকা নেওয়ার পর সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম। বাবুনগরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে করোনাভাইরাসের টিকা নেন রোববার (৮ আগস্ট) দুপুরে। তবে তিনি নিজ গাড়িতে বসে টিকা নেওয়ার সুযোগ পেয়েছেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন জানান, হাসপাতালে এসে টিকা নিয়েছেন আল্লামা বাবুনগরী দুপুরে। তাকে সিনোফার্মার টিকা দেওয়া হয়েছে।
হেফাজতে ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাবুনগরীর টিকা নেওয়ার বিষয়টি জানানো হয় বিকেলে। বলা হয় বিবৃতিতে, আলেম সমাজের মধ্যে করোনার টিকা নেওয়ার বিষয়ে অমূলক ভীতি ও দ্বিধা রয়েছে। সংক্রামক ভাইরাস এটি একটি। তাই বিষয়টি নিয়ে ভীত হওয়া যাবে না। বাবুনগরী নিজে টিকা নিয়েছেন এই মহামারি থেকে রক্ষায় এবং সবার ভীতি দূর করতেই। সকলকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন একইসঙ্গে।