এই সময়ে মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে ২৫ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা যাবে করোনাভাইরাস মহামারির সংক্রমণের।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে শুক্রবার (২৩ এপ্রিল)।
নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট বাজার কিংবা সংস্থার ব্যবস্থাপনা কিমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে। প্রসঙ্গত, দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয় বৃহস্পতিবার থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে। এটি চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।