বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে তিনি টিকা নিয়েছেন বুধবার (২৪ ফেব্রুয়ারি)।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি এই টিকা নিয়েছেন রাজধানীর একটি হাসপাতালে। দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি থেকে। সারা দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয় আর ৭ ফেব্রুয়ারি থেকে। সময়ের সঙ্গে সঙ্গে টিকা নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে।