শাহরিয়ার নাজিম জয়ের বাবা আর নেই অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক। রাজধানীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়ের বাবা নাজিম উদ্দিন আহাম্মেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায়। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এতে তিনি লিখেছেন—আমি আমার বাবাকে হারালাম। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন জয়ের বাবা। জয়ের পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও বন্ধুরা।
নিয়মিত টেলিভিশন শো উপস্থাপনা করছেন জয়। পাশাপাশি নির্মাণ করছেন চলচ্চিত্র। তিনি সর্বশেষ ‘প্রিয় কমলা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে।