স্পট শুটিং । ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান ধবধবে সাদা পাঞ্জাবি পরে। তাকে আবির মাখিয়ে দিলেন দর্শনা কিছু বুঝে ওঠার আগেই! মুহূর্তেই লাল, নীল, হলুদ রঙে রঙিন হয়ে উঠলেন শাকিব।
দোল পূর্ণিমা গতকাল ছিল। সনাতন ধর্মাবলম্বীরা রঙ খেলার আনন্দে মেতে ওঠেন এ দিন। নায়িকা দর্শনাকে শুটিং স্পটেও হোলি খেলতে দেখা গেছে। নায়ক শাকিব খানও এই আনন্দে যোগ দেন। পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করছেন শাকিব খান। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন দর্শনা বণিক।
শাকিব খানের জন্মদিন এদিকে গতকাল ছিল (২৮ মার্চ)। হোলি উৎসবে জন্মদিন বাড়তি আনন্দ যোগ করে। দুটি হাতি নিয়ে ব্যান্ডপার্টির আয়োজন করেন প্রযোজক সোহানী হোসেন এ উপলক্ষে। শুটিং স্পট এবং রিসোর্টে আলোকসজ্জা করে শাকিবের ব্যানারে মুড়িয়ে ফেলা হয়। কেক কেটে জন্মদিন উদযাপন করেন দেশসেরা এই নায়ক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে।