শাকিব খান দেশ সেরা চিত্রনায়ক। বছর জুড়ে দম ফেলার ফুসরত নেই তার। কিন্তু করোনার কারণে মাস খানেক ঘরবন্দি থেকে শুটিংয়ে ফিরলেন কিং খান। রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে সকাল থেকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং করছেন তিনি মঙ্গলবার (২৫ মে)।
এ সিনেমা পরিচালনা করছেন তরুণ নির্মাতা তপু খান বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ফিতা কেটে সিনেমাটির শুটিংয়ে নামেন শাকিব খান দুপুর ১টার দিকে। এসময় উপস্থিত ছিলেন নায়িকা বুবলী, অভিনেতা ফখরুল বাশার, মিলি বাশারসহ সিনেমার অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। সিনেমাটির প্রযোজক আশিকুর রহমান জানান, শুটিং হবে একটানা ৩০ দিন। আগামী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে কোরবানীর ঈদে।