আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) হবে। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কাউন্সিল উদ্বোধন করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পরে র্যালি করবে কৃষক সংহতি বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল।
সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিল হবে এরপর সংহতি মিলনায়তনে। নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে কাউন্সিলে আন্দোলনের কর্মসূচি প্রণয়নসহ সংগঠনের।
কাউন্সিলের প্রস্তুতি কমিটি এক বিবৃতিতে বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে শুক্রবার (২৫ ডিসেম্বর)।
লাভজনক দাম নিশ্চিত করা ফসলের, দাম কমানো কৃষি উপকরণের, ভূমিগ্রাসীদের কবল থেকে কৃষিজমি রক্ষা, জাতীয় স্বার্থে পাট ও চিনিশিল্প সংরক্ষণ, কৃষি ও ভূমি সংস্কার এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে এ কাউন্সিলের আয়োজন করা হয়েছে।