লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের। সব ধরনের যানবাহন লাঙ্গলবন্ধ সেতুর একপাশ দিয়ে উভয়মুখী চলাচল করতে পারবে এজন্য আগামী ১২ জুলাই (সোমবার) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। অন্যদিকে, ১২ জুলাই রাত ১০টা থেকে ১৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত লাঙ্গলবন্ধ সেতুর ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিকল্প পথে যানবাহন চলাচল করতে পারবে এ সময়। ওই পথে যান চলাচল স্বাভাবিক হবে ১৪ জুলাই ১২টার পর থেকে।
হালকা যানবাহনকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে অনুরোধ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিকল্প পথ হিসেবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যানবাহন চলাচলের সাময়িক অসুবিধার জন্য।