ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে। ডিনস কমিটির বৈঠক ডাকা হয়েছে আগামী রোববার (১৮ অক্টোবর) ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা করতে। জানা গেছে বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বলেন, এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।নিজস্ব স্বতন্ত্রতা রয়েছে আমাদের ভর্তি পরীক্ষার। অবশ্যই সেটি বজায় রাখব আমরা।
তিনি বলেন, সব সময় শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ কাজ করে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিয়ে। আমরা সেটিকে মাথায় রেখেই কাজ করছি। আমাদের একটি কমিটি কাজ করে ভর্তি পরীক্ষা নিয়ে। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব কমিটির পরামর্শ নিয়ে। এদিকে বৃহস্পতিবার বিকেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে করণীয় ঠিক করতে বসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। তারা সেখানে ভর্তি পরীক্ষা নিয়ে নানা প্রস্তাব দেন।
অনলাইন এই বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ওপর ভিত্তি করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব দেন। এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক হারুন অর রশিদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হচ্ছে গত কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। দুই পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব দেওয়া হয়েছে করোনা পরিস্থিতির কারণে এবার ভর্তি পরীক্ষা আয়োজন করাটা কঠিন হয়েছে দাঁড়িয়েছে।