রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা দেশে প্রথম করোনার টিকা নিলেন। তিনি এই টিকা নেন বুধবার (২৭ জানুয়ারি) বিকেল চারটার পর।
এরআগে, টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে ৩টায়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি অনুষ্ঠান উদ্বোধন করেন।
এ সময় টিকা নেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডা. আহমেদ লুৎফুল মোবেন ও ট্রাফিক পুলিশের সদস্য দিদারুল ইসলাম।