রিয়াল মাদ্রিদ নতুন বছরটি জয় দিয়ে রাঙালো। স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে তারা ২-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। লস ব্লাঙ্কোসরা এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে।
রিয়ালের সংগ্রহ ৩৬ পয়েন্ট ১৭ ম্যাচ থেকে। তিন ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। আলাভেসের বিপক্ষে তারা জয় পেলে রিয়ালকে পেছনে ফেলে আবার শীর্ষে ফিরবে আজ রাতে। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে শনিবার রিয়াল ম্যাচের ৬ মিনিটেই লিড নেয়। এ সময় লুকাস ভাসকেজ গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই রিয়াল বিরতিতে যায়।
৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় রিয়ালের বিরতির পর। মার্কো আসেনসিও এ সময় গোল পান। বাকি সময়ে উভয় দল আরো বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি। তাতে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে সপ্তমবারের মতো ক্লিন শিট রাখতে সক্ষম হলেন রিয়ালের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া।