মাহিয়া মাহি ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা। ২৭তম জন্মদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) দর্শকনন্দিত এই নায়িকার। চমক দেখালেন বিশেষ এই দিনটিতে রাস্তায় কেক কেটে খ্যাত এই নায়িকা ‘ভালোবাসার রঙ’।
মাহিয়া মাহি’র অদ্ভুত কিছু আচরণ ছিল চোখে পড়ার মতো জন্মদিন নিয়ে। আর সবসময়ই অন্যরকম কিছু মানে মাহি।তেমনটাই হলো এবারও।রাস্তার মাঝখানে কাটতে দেখা গেলো নায়িকাকে এবার জন্মদিনের কেকটা। সংস্কার হতে যাওয়া মহাসড়কের মাঝখানে তাও আবার।
আর সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার সেই ছবি নিজেই শেয়ার করলেন নায়িকা। মাহি ও তার বন্ধুরা একটি ধুলা-ময়লাওয়ালা রাস্তায় নেমে পড়েছেন ছবিতে দেখা যাচ্ছে। তা-ই শুধু নয়, হাতে তাদের কেক। মাহি নিজেও কেক কাটতে প্রস্তুত পলিথিনের চাকু নিয়ে, কেক কাটছেন।
মাহি ঢাকাই সিনেমার সফল এবং নির্ভরযোগ্য একজন নায়িকা ৷ভক্ত, বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় ভাসছেন তিনি জীবনের বিশেষ এই দিনটিতে। সিনেমায় পথচলা শুরু করেন মাহি ২০১২ সালে।এই নায়িকা এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। মাহি কাজ করেছেন ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়া মন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ভালোবাসা আজকাল’, ‘জান্নাত’সহ অনেক দর্শক নন্দিত সিনেমায়।