৪ জন নিহত এবং অপর ১৯ যাত্রী আহত হয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদের পানিতে পড়ে ঘটনাস্থলেই। এই দুর্ঘটনা ঘটে শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম নাছিম।
ভ্যানচালক আকাম উদ্দিন ছাড়া নিহতদের মধ্যে অন্য ৩ জনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি এ.এফ.এম নাছিম জানান, ইঞ্জিনচালিত এক ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের এক যাত্রীবাহী বাস। এতে ৩ বাসযাত্রী ও ভ্যানচালক নিহত হন ঘটনাস্থলেই।ADVERTISEMENT
এসময় আহত হন ১৯ যাত্রী। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে আহত ১৩ যাত্রীকে। এই কর্মকর্তা অন্যদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান।