এখনও ঘোষণা করা হয়নি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফল। তবে এরমধ্যেই প্রাপ্ত ফল অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের বিপুল ব্যবধানে জয়ের বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২১২টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি পেতে যাচ্ছে ৭৮টি আসন। দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূলের বিজয় প্রায় নিশ্চিতের খবরে।
টুইটে মোদি লিখেছেন, মমতা দিদিকে অভিনন্দন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিজয়ের জন্য। জনগণের আকাঙ্খা পূরণে এবং কোভিড-১৯ মহামারি দূর করতে কেন্দ্র তার সম্ভাব্য সব সহযোগিতা অব্যাহত রাখবে।