লিওনেল মেসির পরিকল্পনা ছিল কদিন আগেও, শুক্রবার (৬ আগস্ট) থেকে বার্সেলোনার অনুশীলনে যোগ দিবেন। ৫০ শতাংশ বেতনও কমাতে রাজি ছিলেন ক্লাবের আর্থিক সংকটের কারণে। কিন্তু কাতালান জায়ান্টরা বোমা ফাটায় এক বিবৃতিতে, মেসিকে তারা রাখতে পারছেন না বৃহস্পতিবার (৫ আগস্ট)। বার্সেলোনার এই অপারগতায় আর্জেন্টাইন ফরোয়ার্ড ‘হতবাক’ ও ‘হতাশ’ নতুন চুক্তি করতে।
মেসি ফ্রি এজেন্ট গত ৩০ জুনের পর থেকে। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ওই দিন। বেতন কমাতেও আপত্তি ছিল না তার তারপরও ক্লাবের আর্থিক সংকটের কারণে। তার বাবা হোর্হে ক্লাবের সঙ্গে আলাপ চালিয়ে যান সেভাবেই। বার্সেলোনায় ক্লাবের কর্তাদের সঙ্গে দেখাও করেন। অপেক্ষায় ছিলেন মেসি ও তার বাবা, নতুন চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা শোনার জন্য। কিন্তু হোর্হে হতবাক হলেন, যখন বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা বললেন, লা লিগার বেতন সীমা নিয়ে কড়াকড়ির কারণে তারা আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাখতে পারছেন না।
দিয়অরিও স্পোর্ত বলছেন, মানসিকভাবে ভেঙে দিয়েছে এই সিদ্ধান্ত মেসিকে। একদমই এমন কিছু প্রত্যাশা করেননি তিনি। সংবাদ সম্মেলনে এসে লাপোর্তা বলেন শুক্রবার, তাকে এই খবর জানাই আমি দুই দিন আগে। বুঝতে পারলাম আমি শেষ পর্যন্ত, এখনই বলতে হবে যে যথেষ্ট হয়েছে। আর আমরা পারছি না। এবং গতকাল শেষবার লিওর বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমাদের আলাপ আলোচনা খুব ভালোভাবে চলছিল গত দুই মাস ধরে। এই আলোচনায় অংশ নেওয়া প্রত্যেককে ধন্যবাদ জানাই। সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন বার্সা প্রেসিডেন্ট মেসিকে নিয়েই, আমি বলেছিলাম যে আমরা যৌথ সংবাদ সম্মেলন করতে পারি। কিন্তু আমি বুঝতে পারছি সে হতাশ। আমরা অনেক চেষ্টা করেছি চুক্তির জন্য। চুক্তি হলো না যেসব কারণে, আমাদের বদলানো সম্ভব নয় সেগুলো।