এক যুবকের রাজত্ব নওশাদ নামে, ওয়েব সিরিজ নোংরামির গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘বরফ কলের গল্প’। ত্রাস নওশাদের চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। সহিদ উন নবী এটি পরিচালনা করছেন।
এরশাদ শিকদার খুলনার দুর্ধর্ষ সন্ত্রাসী ও সিরিয়াল কিলার। অবৈধভাবে দখলকৃত বরফ কলটি তিনি ব্যবহার করতেন নির্যাতনের কেন্দ্র হিসেবে। যার নামে ষাটের অধিক হত্যা মামলা দায়ের হয়েছিল ১৯৮৪ সালে থেকে ১৯৯৯ সাল পর্যন্ত। হত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০০৪ সালে। গুঞ্জন শোনা যাচ্ছে, সহিদ উন নবীর ‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজটি এরশাদ শিকদারের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে!
তবে বিষয়টি স্বীকার করেননি আনিসুর রহমান মিলন। এ অভিনেতা বলেন, এমন কিছু বলা হয়নি আমাদেরকে। তবে সেই চরিত্রের (এরশাদ শিকদার) সঙ্গে নওশাদ চরিত্রের মিল পাওয়া যেতে পারে! আমরা অনেক কিছুই রূপক অর্থে বোঝানোর চেষ্টা করছি। এই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত একটি সূত্র বলেন, ওয়েব সিরিজটি খুনি এরশাদ শিকদারের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে। আনিসুর রহমান মিলন তার ফেসবুকে নিজের লুকসহ একটি পোস্টার শেয়ার করেছেন গত ৭ মার্চ। তাতে দেখা যায়, ক্রোধ মাখা দৃষ্টিতে তাকিয়ে আছেন মিলন। যা নেটিজেনদের দারুণ প্রশংসা কুড়াচ্ছে। এই ওয়েব সিরিজের দৃশ্যধারণের কাজ হচ্ছে খুলনায় বর্তমানে। এটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।