রাফিয়াথ রশীদ মিথিলা মডেল-অভিনেত্রী। অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে। নাম লেখিয়েছেন ওয়েব ফিল্মেও। মূলধারার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিথিলা প্রথমবারের মতো। আলোচিত নির্মাতা অনন্য মামুন নির্মাণ করছেন ‘অমানুষ’ নামে চলচ্চিত্রে। তিনি এতে অভিনয় করবেন। তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। চুক্তিবদ্ধ হয়েছেন নিরব-মিথিলা শনিবার (২০ মার্চ)।
মিথিলা এসব তথ্য নিশ্চিত করে বলেন, সিনেমায় কাজ করতে গেলে মানসিক প্রস্তুতির বিষয় থাকে। এখন আমি কাজের জন্য প্রস্তুত। তা ছাড়া ফুলটাইম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। যার কারণে সময় মেলানো কঠিন। আবার গল্প পছন্দ হওয়ারও বিষয় থাকে। সবকিছু মিলে ‘অমানুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হলাম।
অনন্য মামুন জানান, গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি বাস্তব ঘটনা নিয়ে। চার মাস আগে ‘অমানুষ’ সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন তিনি। কিছুদিন আগে গল্প লেখা শেষ হয়েছে। সংলাপ রচনা করেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। জানা যায়, ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ২৫ মার্চ থেকে। সুন্দরবনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে বলে জানিয়েছেন নির্মাতা আগামী এপ্রিলে।