সদ্যোজাত কন্যা সন্তানকে বাঁশঝাড়ে ফেলে পালিয়েছেন এক মা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায়।
ভুরুঙ্গামারী হাসপাতাল সূত্রে জানা গেছে, মোছা. খাদিজা খাতুন (৩৫) নামের এক নারী সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হন গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারি)। একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি শনিবার সকাল সাড়ে ৮টায়। পরে হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়েই সন্তানসহ পালিয়ে যান খাদিজা। হাসপাতালের পেছনের বাঁশঝাড়ে শিশুটির কান্নার আওয়াজ শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে আবার হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এলাকাবাসীর ধারণা, তাকে ফেলে পালিয়ে গেছেন ওই মা কন্যা সন্তান বা অবৈধ সন্তান হওয়ায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সায়েম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আছে শিশুটি। পুলিশকে বিষয়টি জানিয়েছি আমি। তা এখনও জানা যায়নি, কী কারণে ওই মা সন্তানকে ফেলে পালিয়েছেন। শিশুটির প্রকৃত পরিচয় পাওয়া না গেলে সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে ভর্তির রেজিস্টার থেকে জানা গেছে, খাদিজা খাতুন ভুরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী।