মাহিয়া মাহি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা। বন্ধুদের নিয়ে লং ড্রাইভে যেতে পছন্দ করেন এই নায়িকা শুটিং না থাকলে কিংবা শুটিংয়ের ফাঁকা সময়ে৷ এবার তিনি বিলাসবহুল গাড়ি কিনলেন। অ্যালভ্যান্স প্রিমিয়ার মডেলের ২০১৫ সালের এই সাদা রঙের নতুন টয়োটা হ্যারিয়ার গাড়িটির মূল্য প্রায় ৬০ লাখ টাকা। গাড়িটি কিনেছেন মাহি এক স্কুল বন্ধুর গাড়ির শো রুম থেকে। গাড়িটি অর্ডার করেছিলেন নায়িকা দেড় মাস আগেই। সম্প্রতি তিনি গাড়িটি ডেলিভারি পেয়েছেন বলে জানান মাহি।
মিৎসুবিশির ল্যানসার ইএক্স মডেলের গাড়ি ব্যবহার করতেন মাহি এর আগে। যেটির তৎকালিন বাজার মূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা। অধিকাংশ জায়গায় নিজে ড্রাইভ করেন নায়িকা তার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকায়।
‘বুবুজান’ সিনেমায় কাজ করছেন মাহি বর্তমানে। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় মাহির বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। সর্বশেষ তাকে ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়া এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান গত বছর।